বিহারে সরকারি হোমে ৪০ নাবালিকা ধর্ষিত!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 23 July 2018

বিহারে সরকারি হোমে ৪০ নাবালিকা ধর্ষিত!-একুশে মিডিয়া

একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
ভারতের বিহারের মুজফরপুরের একটি সরকারি হোমে তল্লাশি চালায় দেশটির  পুলিশ। সোমবার সকালে এই তল্লাশি অভিযান চালানো হয়। খবর এনডিটিভি।
অভিযোগ উঠেছে ৪০ নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে আর একজনকে মেরে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।  ওই সরকারি হোমের মাটি খুঁড়ে নিহত একজনকে উদ্ধারে তল্লাশি চালানো হয়। এরই মধ্যে ধর্ষণের অভিযোগে জেলা প্রশাসনের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেডিকেল রিপোর্টে বলা হয়, ১৬ জনকে ধর্ষণ করা হয়েছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে এই হোম থেকে ২১ জন নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট তৈরি হয়েছে। আরও প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে। ধর্ষণের শিকার সবার বয়স ৭ থেকে ১৬ বছর।
টাটা ইন্সটিটিউট অব সোশ্যাল সায়েন্সেস (টিআইএসএস)-এর মাধ্যমে এই যৌন নিপীড়নের বিষয়টি সামনে আসে। বিহারের হোমগুলোর অডিটের কাজ করছিল তারা।
হোমেরই বেশ কয়েকজন নাবালিকার সঙ্গে কথা বলার পরই তারা জানতে পারেন সরকারি হোমের এমন পরিস্থিতির কথা। বিষয়টি সামনে আসতেই তোলপাড় শুরু হয়। এ ঘটনায় কয়েকজন সরকারি কর্মকর্তাসহ এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages