নওগাঁয় গলাকাটা লাশ, পুলিশের দাবি দুর্ধর্ষ ডাকাত-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 20 July 2018

নওগাঁয় গলাকাটা লাশ, পুলিশের দাবি দুর্ধর্ষ ডাকাত-একুশে মিডিয়া


ছবি: প্রতীকী
একুশে মিডিয়া. নওগাঁ রিপোর্ট:
নওগাঁয় আনোয়ার হোসেন মুননাফ (৪০) নামের এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি সে এলাকার একজন দুর্ধর্ষ ডাকাত।জেলার পত্নীতলা উপজেলার শিহাড়া ইউপির আমন্ত খাড়ি এলাকা থেকে শুক্রবার (২০ জুলাই) ভোরে গলাকাটা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত আনোয়ার হোসেন পত্নীতলা উপজেলার শিহাড়া ইউপির কৈতব্যখন্ড সরকার পাড়া এলাকার জহির উদ্দীনের ছেলে।
জানা গেছে, উপজেলার শিহাড়া ইউপির আমন্ত খাড়ি এলাকায় শুক্রবার ভোরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশের দাবি আনোয়ার এলাকার দুর্ধর্ষ ডাকাত। এসময় মৃতদেহের অদূরে পড়ে থাকা পরিত্যক্ত অবস্থায় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তাদের নিজেদের মধ্যে অর্ন্তদ্বন্দের কারণেই এই হত্যাকান্ড ঘটেছে।
এ ঘটনায় পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়েরসহ নওগাঁ পুলিশের ঊর্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, অত্র ইউপির চেয়ারম্যান মেস্তাক আহম্মেদের খবরের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। মৃত আনোয়ার এলাকার একজন দুর্ধর্ষ ডাকাত ছিল। উক্ত আনোয়ার ১৯৯৫ সালে অস্ত্র মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী। সে এলাকার বিভিন্ন চুরি, ডাকাতির সাথে সম্পৃক্ত ছিল। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages