একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী সংকটের কারণে দুইটি হজ ফ্লাইট বাতিল করেছে। ফ্লাইট দুটি হলো বিজি-১০৪৫ এবং বিজি-৭০৪৫।
আজ শুক্রবার সকাল ৬টা ৫ মিনিটে বিজি ১০৪৫ নম্বর ফ্লাইট ও বিজি ৭০৪৫ নম্বর ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকা ছাড়ার কথা ছিল।
বিমানের মুখপাত্র মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানিয়েছেন, পর্যাপ্ত যাত্রী না হওয়ায় বিজি ১০৪৫ ও বিজি ৭০৪৫ নম্বর ফ্লাইট দুটি বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট দুটিতে যেসব যাত্রী যেতে পারেননি তাদের পরবর্তী ফ্লাইটগুলোতে সমন্বয় করা হবে।
গেল বছর যাত্রী সংকটের কারণে বিমানের ২৪টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছিল। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন।
এদের মধ্যে বিমানে যাবেন ৬৩ হাজার ৫৯৯ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ অবশিষ্ট ৫৬ হাজার ৪০১ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। একুশে মিডিয়া্’
No comments:
Post a Comment