![]() |
একুশে মিডিয়া ডেস্ক:
নিজ নিজ ব্যবসায়িক ধারণা বাস্তবায়নের মাধ্যমে উদ্যোক্তা হতে কোটি টাকা করে অর্থ দিচ্ছে দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর রবি। প্রাথমিক অবস্থায় প্রতিষ্ঠানটির ৭ কর্মকর্তা এই অর্থ পাচ্ছেন।বিজনেস ধারনাগুলো হলো- উঠাবো, ইজি ট্রান্সপোর্ট, এয়ারব্রিঞ্জ, পিপ, পার্ক করি, কম ইনজিন।আজ রোববার রাজধানীর এক হোটেলে প্রকল্পটির আওতায় রবির যে কর্মকর্তারা এ সুযোগ পাচ্ছেন তাদের পরিচয় করিয়ে দেয়া হয়।
No comments:
Post a Comment