![]() |
একুশে মিডিয়া, টাঙ্গাইল রিপোর্ট:
টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ফজলুল হক ফন্নু ও তার স্ত্রী রালিমা বেগম রাখিকে তিন হাজার পিস ইয়াবাসহ আটক করেছে সখীপুর থানা পুলিশ। এ ঘটনায় ফজলুল হক ফন্নুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুধবার (০৮ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ফজলুল হক ফন্নুর স্ত্রী রালিমা বেগমকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসার সামনে থেকে তিন হাজার পিস ইয়াবাসহ আটক করে। এরপর বাসা থেকে ফজলুল হক ফন্নুকেও আটক করা হয়।
এ ঘটনায় সখীপুর থানার এসআই শামছুল হক বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।
এ ঘটনায় সখীপুর থানার এসআই শামছুল হক বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।
কাজী অলিদ ইসলাম বলেন, ফজলুল হক ফন্নু উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত ছিল। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দীর্ঘদিন যাবৎ দলীয় কর্মকান্ডে অনুপস্থিত থাকার দায়ে এক জরুরি সভার মাধ্যমে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী বলেন, তিন হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী রালিমা ও তাঁর স্বামী ফজলুল হক ফন্নুকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ আদালতের কাছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়েছেন। একুশে মিডিয়া।”
No comments:
Post a Comment