লালমনিরহাটে এক ট্রাকের পৃথক ধাক্কায় নিহত চার!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 9 August 2018

লালমনিরহাটে এক ট্রাকের পৃথক ধাক্কায় নিহত চার!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, লালমনিরহাট রিপোর্ট:

লালমনিরহাটে একই ট্রাকের পৃথক দুটি ধাক্কার ঘটনায় চারজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে বুড়িমারী মহাসড়কের বিডিআর ক্যান্টিন মোড় এলাকায় বুড়িমারী স্থলবন্দর থেকে আসা বগুড়াগামী ট্রাকটি একটি রিকশাকে ধাক্কা দেয়।
এই ঘটনায় লালমনিরহাট ভূমি রেজিস্ট্রি অফিসের দুই কর্মচারী জাহাঙ্গীর হোসেন, মোতালেব মিয়া এবং রিকশাচালক দুলাল মিয়া নিহত হন। জাহাঙ্গীর ও মোতালেবের বাড়ি জেলার পাটগ্রাম উপজেলায়। দুলাল আদিতমারী উপজেলার খাতাপাড়া মাঝারে।
এদিকে ট্রাকটি শহরের সেনা মৈত্রী মার্কেট এলাকায় একটি ব্যাটারিচালিত অটোকে ধাক্কা দিলে অটোচালকসহ চার যাত্রী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম জানান, মহেন্দ্রনগর থেকে ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
 
ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমনিরহাটের জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ সুপার এস এম রশিদুল হক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী। একুশে মিডিয়া।”

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages