![]() |
একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট বুধবার দুপুরে ভালুকা উপজেলার ৮নং ডাকাতিয়া ইউনিয়নে ১০টি ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে ১৫ টি গরু ও ১৫ খাসি দিয়ে ৬০ হাজার লোকের মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে ময়মনসিংহ জেলা আ’লীগ নেতা আলহাজ্ব এম.এ ওয়াহেদ।।
![]() |
জানা যায়, জেলা আ’লীগ নেতা আলহাজ্ব এম.এ ওয়াহেদ এর জন্মভূমি উপজেলা ৮নং ডাকাতিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৯টি গরু ও ৯টি খাসি এবং তার নিজস্ব বাড়ি ৫নং ওয়ার্ডে ৬টি গরু ও ৬টি খাসি দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক পৃথক ভাবে ৬০ হাজার লোকের মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে।।
আলহাজ্ব এম.এ ওয়াহেদ জানান, আমার ইউনিয়নের ১০টি ওয়ার্ডে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকীতে বঙ্গবন্ধুর পরিবার বর্গের শহীদের আত্মারমাগফেরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও পৌরসভাসহ উপজেলার সকল ইউনিয়নে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী পালনের জন্য ২৫ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করছি এর মধ্যে ২/৩টি ইউনিয়ন এখনো টাকা নেয়নি ফোনে যোগাযোগ হয়েছে তাঁরা নিয়ে যাবে।। একুশে মিডিয়া।





No comments:
Post a Comment