গ্রামের বাড়িতে নায়িকা শিমলা-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 17 August 2018

গ্রামের বাড়িতে নায়িকা শিমলা-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বিনোদন রিপোর্ট:
অনেকদিন ধরে খবরের শিরোনামে নেই নায়িকা শিমলা। সবশেষ বলিউডে ‘সফর’ নামে একটি ছবিতে অভিনয় করা নিয়ে নড়েচড়ে বসেন নায়িকার ভক্তরা।।”।
এবার কুরবানির জন্য উট কিনে শিমলা গ্রামের বাড়িতে হৈচৈ ফেলে দিয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার কুরবানির জন্য কেনা উট নায়িকার গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলা সদরের কলেজ রোড এলাকায় পৌঁছায়।।”।
উটটিকে দেখার জন্য আশপাশের গ্রামের শতশত মানুষ ভিড় করছেন নায়িকার বাড়িতে।।”।
শিমলার বড় ভাই সেলিম মিয়া জানান, এক বছর আগে উটটির জন্য ঢাকার দেওয়ানবাগ দরবারের মাধ্যমে দেড় লাখ টাকা বুকিং দেয় শিমলা। পর্যায়ক্রমে এটির মূল্য ১০ লাখ টাকা পরিশোধ করতে হয়েছে। মূল্য পরিশোধের পর বৃহস্পতিবার এটি আমাদের বাড়িতে পৌঁছেছে। এবারের ঈদে এটাকে কুরবানি করা হবে।।”।
বিষয়টি জানার জন্য শুক্রবার আরটিভি অনলাইনের পক্ষ থেকে শিমলার মুঠোফোনে বেশ কয়েকবার ফোন ও এসএমএস করা হয়। কিন্তু কোনোটিতেই সাড়া দেননি এই নায়িকা।।”।
১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক শিমলার। ছবিতে শিমলা ও ফুলি দুটি চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages