![]() |
একুশে মিডিয়া, শিমুল দেব চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ইউপি সদস্য অপহ্নত মোজাফফর আহমদকে ৫ লক্ষ টাকা মুক্তিপনের বিনিময়ে ছেড়ে দিয়েছে পারিবারিক সুত্র জানিয়েছে।”
গত শনিবার দিবাগত রাত ১২ টায় তাকে বাড়ী থেকে তুলে নিয়ে গিয়েছিল বান্দরবানের পাহাড়ী সন্ত্রাসীরা।”
এরপর মোবাইলে ৫০ লক্ষ টাকা চাদা দাবী করে সন্ত্রাসীরা। সর্বশেষ আজ সোমবার সকাল ৭ টায় ৫ লক্ষ টাকা নিয়ে মোজাফফরের স্বজনরা তাকে ছাড়িয়ে আনেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক পরিবারের একজন সদস্য জানায়।
তিনি জানান, বান্দরবানের লামা উপজেলার গভীর পাহাড়ী এলাকা লেমুফালং এ সন্ত্রাসীদের দেওয়া ঠিকানা মতে হাজির হয়ে অপেক্ষা করতে থাকেন তারা। সকাল ৭ টায় রওনা দিয়ে প্রায় ৩ ঘন্টা হেটে সন্ত্রাসীদের দেওয়া ঠিকানায় পৌছাতে সক্ষম হন। প্রায় আধাঘন্টা পর সেখানে ৭-৮ জন উপজাতি সন্ত্রাসী মোজাফফরকে নিয়ে আসে এবং ৫ লক্ষ টাকা নিয়ে পাহাড়ের দিকে চলে যায়।”
এদিকে বান্দরবান ভারপ্রাপ্ত রিজিওনাল কামান্ডার লে. কর্নেল আব্দুল্লাহ আল আমিন জানান, বান্দরবান সদর সেনাক্যাম্প, বলিপাড়া সেনাক্যাম্প, আলিকদম সেনাক্যাম্প এবং বিজিবির সমন্বয়ে যৌথভাবে ৭টি অভিযানের পর অনেকটা চাপে পড়ে অপহৃতকে ছেড়ে দিতে বাধ্য হয় পাহাড়ি সন্ত্রাসীরা। এদিকে মুক্তির পর মোজাফ্ফর নিজবাড়িতে এসে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজী মো. ইউনুস।। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment