যৌথবাহিনীর অভিযানে রাঙ্গামাটিতে এলজিসহ সন্ত্রাসী গ্রেপ্তার-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 26 September 2018

যৌথবাহিনীর অভিযানে রাঙ্গামাটিতে এলজিসহ সন্ত্রাসী গ্রেপ্তার-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রাঙ্গামাটি রিপোর্ট:
যৌথবাহিনীর অভিযানে রাঙ্গামাটির বাঘাইছড়ি মেদেনীপুর এলাকা থেকে ১টি এলজিসহ ১ সন্ত্রাসী-চাঁদাবাজকে আটক করা হয়েছে।।”।
সূত্রে জানায়, বিকম চাকমা (২৫) বিভিন্ন নৌকা থামিয় মাছ ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা আদায়ের সময় হাতে নাতে আটক করে যৌথ বাহিনী। আটককৃত বিকম চাকমার দেওয়া তথ্যের ভিত্তিতে আনুমানিক রাত পৌনে এগারটার দিকে তার দেখানো স্থান হতে ১টি এলজি ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। বিকম চাকমা বাঘাইছড়ি উপজেলার মেদেনীপুর এলাকায় জেএসএস (মূল) দলের চাঁদা সংগ্রহকারী বলে প্রাথমিক ভাবে জানা গেছে।।”।
যৌথবাহিনী সূত্রে আরো জানায়, খাগড়াছড়ি জেলাসহ পাহাড়ের বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র দল সমূহের দৌরাত্ম্য রোধ এবং জনমনে শান্তি ও স্বাভাবিক জীবন যাপন নিশ্চিত করার লক্ষ্যে সেনা, পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে গঠিত যৌথবাহিনী চিরুনী অভিযান শুরু করেছে। চাঁদাবাজি বন্ধ এবং চাঁদাবাজদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে প্রায় প্রতিদিনই সন্ত্রাসীদের বিভিন্ন গোপন আস্তানায় হানা দিচ্ছে যৌথবাহিনী। এরই ধারাবাহিকতায় আজ বুধবার আরও একটি সফল অভিযান পরিচালনা করল যৌথবাহিনী।।”।
আটককৃত টোল কালেক্টর বর্তমানে বাঘাইছড়ি থানা পুলিশ হেফাজতে রয়েছে বলে সূত্র জানায়। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages