জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করলে ২০৪১ সালে নয় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি বিভিন্ন বিদেশী রাষ্ট্রের কাছে ধর্না দিয়েছিল কিন্তু নির্বাচন বানচাল করতে পারেনি’। তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন ডিসেম্বরের শেষে যে নির্বাচন হবে তা আপনারা না আসলেও হবে। কোনভাবেই বাধাগ্রস্ত করতে পারবেন না’। আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান ডেপুটি স্পিকার।
আজ রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান। কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগম, সাঘাটা উপজেলা আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা দুদু, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজহারুল ইসলাম বাবলু, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বাবু, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক মুন্না, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন কদ্দুছ, রেজাউল করিম, শফিউল ইসলাম সাজু, যুবলীগ নেতা রেদওয়ান আশরাফ পলাশ, উদাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহদী মাসুদ পলাশ, ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মেহেদী হাসান বাবু, ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান রকি প্রমুখ। এদিন এরআগে ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে উদাখালী ইউনিয়নের কাঠুর মৌজার সাদা মেম্বরের বাড়ি হতে বোচার বাজার পর্যন্ত রাস্তা, কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে বোয়ালী সীমানা পর্যন্ত রাস্তা, বলাইমারী সীমানা হতে সমিতির বাজার কমিউনিটি ক্লিনিক পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ছাবিউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী এমদাদুল হক মোল্লা, উদাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment