পেট্রোল বোমায় আহতদের ১২ পরিবারকে পৌন দুই কোটি টাকার অনুদান প্রদান: প্রধামন্ত্রী-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 17 September 2018

পেট্রোল বোমায় আহতদের ১২ পরিবারকে পৌন দুই কোটি টাকার অনুদান প্রদান: প্রধামন্ত্রী-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
১২ জনকে এক কোটি ৭৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুদানপ্রাপ্তরা হলেন- বিএনপি জামাতের হরতালে পেট্রোল বোমায় আহতদের পরিবারের সদস্য, দলের গুরুতর অসুস্থ নেতা-কর্মী, চিকিৎসাধীন সাবেক জাতীয় ফুটবলার ও সন্ত্রাসীর গুলিতে নিহত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। 
সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে এই অনুদানের চেক হস্তান্তর করেন।
জানা গেছে, অনুদানপ্রাপ্তদের মধ্যে ব্রাম্মণবাড়ীয়ার নাসরিন বেগমের স্বামী জজ মিয়া ২০১৪ সালে বিএনপি-জামায়াতের ছোড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে এখনো চিকিৎসাধীন আছেন। তিনি ট্রাক চালকের সহযোগী ছিলেন।।”।
ব্রাম্মণবাড়ীয়া জেলার সরাইলের সালাম বেগমের স্বামী মন মিয়া ছিলেন ট্রাক চালক। বিএনপি-জামায়াতের ছোড়া পেট্রোল বোমায় তিনিও আহত হয়েছিলেন।।”।
অনুদানগ্রহণকারী বিনা পারভীনের স্বামী মো. জালালউদ্দিন ছিলেন ডিবির পুলিশ পরিদর্শক। অবৈধ অস্ত্র উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।।”।
এ ছাড়া ফুটবল ফেডারেশনের সদস্য অসুস্থ ফজলুর রহমান ও আবাহনী লিমিটেডের সাবেক ফুটবলার শেখ আশরাফ আলীকেও আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages