চৌদ্দগ্রামে রাস্তা পারাপারের সময় ৭ম শ্রেণীর ছাত্রীর মৃত্যু, প্রতিবাদে মহাসড়ক অবরোধ-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 29 September 2018

চৌদ্দগ্রামে রাস্তা পারাপারের সময় ৭ম শ্রেণীর ছাত্রীর মৃত্যু, প্রতিবাদে মহাসড়ক অবরোধ-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রামে (২৯ সেপ্টেম্বর) শনিবার বিকেলে রাস্তা পারাপারের সময় উম্মে মারজান ঝুমা (১৩) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর গ শাখার ছাত্রী এবং পৌরসভার নোয়াপাড়া গ্রামের সোহাগের মেয়ে।চৌদ্দগ্রাম  বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন জানান, শনিবার বিকাল ৪.২০টায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার জন্য মহাসড়ক পাড়ি দেয়ার সময় চৌদ্দগ্রাম বাজারের মেডিল্যাব ক্লিনিকের সামনে একটি কাভার্ভভ্যান তাকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি। পরে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের লোকজন এসে লাশটি উদ্ধার করে।এদিকে স্কুল ছাত্রীর নিহতের ঘটনায় বিক্ষুদ্ধরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুরও চালায় তারা। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজের নেতৃত্বে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages