প্রতীকী ছবি। |
একুশে মিডিয়া, চট্রগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন বাঁশখালী উপজেলায় পুকুরের পানিতে ডুবে ২ শিশু মারা গেছে। নিহত দুই শিশুর নাম মো. রামিম (৪) ও আমেনা বেগম (২)।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পৃথক স্থানে তাদের তাদের মৃত্যু হয়। নিহত রামিম উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে পূর্ব বড়ঘোনার খাটখালী গ্রামের মো কায়সারের ছেলে।
অন্যদিকে আমেনা বেগম সরল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকার রশিদ আহমদের মেয়ে।
স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার সকালে রামিম বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়।পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পরে পুকুরের পনিতে তাকে ভাসতে দেখে।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাশঁখালী হাসপাতালে নিয়ে আসা হলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আয়েশা মুনমুন তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে সরল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকার আমেনা বেগম (২) একইভাবে পুকুরে ডুবে মৃত্যুবরণ করে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment