একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রামে মধ্যযুগীয় কায়দায় ইয়াসমিন আক্তার (২২) নামে এক গৃহবধূকে বর্বর শারীরিক নির্যাতন করেছে তারই পাষন্ড স্বামী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুর পশ্চিমপাড়া মিয়াজী বাড়ীর নূর ইসলামের ছেলে মো. মনির হোসেন বাবলু।
জানা যায়, নির্যাতনের শিকার গৃহবধূ ইয়াসমিনও একই ইউনিয়নের বাসন্ডা গ্রামের অটো-রিক্সা (ব্যাটারী চালিত) চালক মো. ইয়াসিন এর মেয়ে। ইয়াসমিনের পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার সময় ইয়াসমিনের মাদকাসক্ত পাষন্ড স্বামী বাবলু নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফিরে চুল ধরে এলোপাতাড়ি তাকে কিল-ঘুসি, লাথি, ও ঘরের মেঝেতে আছাড় মারতে থাকে। একপর্যায়ে ইয়াসমিনের চিৎকার শুনে পাশের রুম থেকে এসে তার শ্বশুর-শাশুড়ী তাকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেয় এবং বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালবেলা তারা ইয়াসমিনের মা-বাবাকে খবর দিলে তারা এসে অবস্থা বেগতিক দেখে তাকে দ্রত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসমিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি দেন।
আজ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর)আমাদের প্রতিনিধি সরেজমিনে গিয়ে দেখা যায়, পাষন্ড স্বামী কর্তৃক নির্যাতিত অবলা গৃহবধূ ইয়াসমিন এখন শারীরিক যন্ত্রণায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। তার শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতনের চিহৃ রয়েছে। এদিকে ইয়াসমিনের স্বামী বাবলুর সাথে মুঠোফোনে (তার ব্যবহৃত নম্বর ০১৮২৩ ৬২৫৭২০) কথা বললে সে জানায়, ঘটনার দিন রাতে সে আমাকে গালী-গালাজ করলে রাগের মাথায় তাকে আমি চড়-থাপ্পড় দেই। তারা এখন আমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলছে।প্রকৃত পক্ষে আমি এমন চরিত্রের মানুষ নই।নির্যাতিত গৃহবধূ ইয়াসমিন আক্তার পিতা জানান তারা স্থানীয় সমাজ কর্মীদের মাধ্যমে বিচার না পেলে চৌদ্দগ্রাম থানায় অভিযোগ করবেন।
No comments:
Post a Comment