একুশে মিডিয়া স্টাপ রিপোর্টার ভোলা :
ভোলার চরফ্যাশন উপজেলায় কালেমার জামাতের আমির প্রফেসর আবদুল
মজিদের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যক্রমের অভিযোগ এনে তার শাস্তির দাবিতে
বিক্ষোভ করেছে উপজেলার মুসল্লীরা। শুক্রবার (২৭ অক্টোবর) জু্ম্মার নামাজের
পর উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা বিক্ষোভ মিছিল বের করে আমিনাবাদ
ইউনিয়নে তালুকাদার বাজার জামে মসজিদের সামনে জড়ো হয়।
আবদুল মজিদের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যক্রম পরিচালনার
অভিযোগ এনে বিক্ষোভকারী বলেন, মজিদের ফাঁসিসহ তার আস্তানা বন্ধ ও মজিদের
সহযোগীদের শাস্তির দাবি করেন।
অভিযোগ উঠে বিক্ষোভ মিছিলটি কুচিয়ামারা সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের সামনে আসলে মুসল্লীদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে কয়েকজন
মুসল্লী আহত হয়। এ সময় চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু ও
ক্যামেরাপার্সন আংকুর রায়ের উপর চড়াও হয় হামলাকারীরা। পরে ঘটনাস্থলে পুলিশ
এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আবদুল মজিদ এক সময় তাবলীগ জামাতের সাথে জড়িত থাকলেও ১৯৯৭ সালে
গঠন করেন কালেমার জামাত নামে একটি সংগঠন। যে সংগঠনের আমির বা কমান্ডার
হলেন তিনি।
তার বিরুদ্ধে অভিযোগ উঠে, দীর্ঘদিন ধরে তিনি ইসলাম বিরোধী এবং
রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তিনি নিজেকে আল্লাহর
বিশেষ প্রতিনিধি হিসেবে দাবি করা, তার দরবার কুলসুম বাগ শরীফে হযরত
মোহাম্মদ (স:) ছাড়া সকল নবীদের রুহু হাজির করাসহ বিভিন্ন ইসলাম বিরোধী
কর্মকান্ডে এলাকায় পরিচিত।
বিক্ষোকারীরা অভিযোগ করেন, মজিদ ইউনিয়ন কুলসুমবাগকে মক্কা
এবং আবদুল্লাহপুর ইউনিয়নকে মদিনা হিসাবে আখ্যায়িত করেন। সে দেশের কোন আইন
মানে না। নিজের মনগড়া আইনেই চলে তার আস্তানার কার্যক্রম ও তার মুরিদদের
জীবন। বিভিন্ন মহলে আবদুল মজিদের হাত থাকায় এলাকাবাসী তার বিরুদ্ধে
প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদকারীকে উল্টো প্রাণনাশের শঙ্কায় থাকতে হয়
বলে অভিযোগ করে বিক্ষোভকারীরা।
No comments:
Post a Comment