নড়াইলে পুলিশ সুপারের নির্দেশে সদর হাসপাতাল থেকে ৫ দালাল আটক-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 30 October 2018

নড়াইলে পুলিশ সুপারের নির্দেশে সদর হাসপাতাল থেকে ৫ দালাল আটক-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
আজ- মঙ্গলবার (৩০,অক্টোবর) ২৭৪: নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম এর নির্দেশে আধুনিক সদর হাসপাতাল, নড়াইলে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করেছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) বেলা ১টার দিকে এ অভিযান পরিচালনা করে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।
আটককৃতরা হলো দুর্গাপুর গ্রামের গফফার শেখের স্ত্রী খলিফা বেগম (৩২), ভওয়াখালী গ্রামের নূল ইসলামের স্ত্রী নাহার বেগম (৩৩), আলাদাৎপুর গ্রামের আনিসুল মোল্যা (৪০), মুশুড়িয়া গ্রামের নন্দলালের ছেলে পলাশ (৪০), ডুমুরতলা গ্রামের সাইদ খানের স্ত্রী নাহার (৩১)।
আটককৃত সকলেই নড়াইল জেলার সদর উপজেলার বাসিন্দা। দালালদের আটকের পর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল-আমিনের নেতৃত্বে ও ডিবি’র সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আটকৃতদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তিন দিন সশ্রম কারাদ- প্রদান করেন।
এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম), একুশে মিডিয়াকে জানান, দীর্ঘদিন যাবত আধুনিক সদর হাসপাতাল, নড়াইলে দালালদের অত্যাচারে রোগি ও তাদের স্বজনরা অতিষ্ঠ হয়ে ওঠেছে। এমন তথ্যের ভিত্তিতে আমার নির্দেশনা অনুযায়ী হাসপাতালে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ৫ দালালকে আটক করা হয়। আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages