![]() |
একুশে মিডিয়া, মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালসহ ১১ দফা দাবিতে ভোলায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে ভোলা জেলা প্রেস ক্লাব চত্বরে সমাবেশ করেছে ভোলা জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ। এতে ৭টি উপজেলা থেকে আগত্ব কয়েক শতাধিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা এই সমাবেশ উপস্থিত ছিলেন।
এ সময় তারা স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের উত্তরসূরীদের সরকারি চাকরিতে নিয়োগ বন্ধেরও দাবি জানান। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করারও দাবি জানান আন্দোলনকারীরা।
পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ভোলা শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এসময় জেলা প্রশাসক বলেন, আপনাদের স্মারকলিপি যে দাবী করা হয়েছে তা আমি দ্রুত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর পাঠিয়ে দিবো।
সমাবেশে বক্তারা মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ৩০ শতাংশ কোটা বহাল রাখার দাবি জানান। দাবি মানা না হলে আগামী দিনে সারাদেশে আরো বড় ধরনের কর্মসূচি দেয়ার হুঁশিয়ার দেন আন্দোলনকারীরা।
সমাবেশে ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ-এর সাবেক কমান্ডার দোস্ত মাহামুদের সভাপত্বিতে প্রধান বক্তা ছিলেন- সাবেক ডেপুটি কমান্ডার মো: শফিকুল ইসলাম।
এসময় আরো বক্তব্য রাখেন- ভোলা সদর উপজেলার সাবেক কমান্ডা মো: অহিদুর রহমান, প্রবীন সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আবু তাহের, বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, দৌলতখান উপজেলার সাবেক কমান্ডার আব্দুর রজ্জাক শশী, লালমোহন উপজেলার সাবেক কমান্ডার মো: শাহজাহন, চরফ্যাশন উপজেলার কমান্ডার আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা আমীর হোসেন বাচ্চু, মুক্তিযোদ্ধা যুব কমান্ড এর সভাপতি মো: আজিজুল ইসলাম, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক হামিদুর রহমান হাসিব, সদস্য সচিব আদিল হোসেন তপু, যুগ্ন-আহবায়ক তানজিরুল ইসলাম, লালমোহন উপজেলার আহবায়ক আ.ন.ম শাহজাহান দুলাল, চরফ্যাশন উপজেলার আহবায়ক আরাফত হোসেন, সদস্য সচিব আব্বাস উদ্দিন দৌলতখানের আহবায়ক মো: রাশেদুজ্জামান।
এছাড়াও বক্তব্য রাখেন- মো: এমরান হোসেন, সাব্বিরুল ইসলাম তুরাজ, মো: মাকসুদুরর রহমান, সাহিন সরোয়ার, মো: সোহেল প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন- সাংবাদিক অমিতাভ রায় অপু।
No comments:
Post a Comment