![]() |
একুশে মিডিয়া, রোমান চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগর সিটি কর্পোরেশন এলাকায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বর্তমান সরকার ২৫ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। ২০১৭-১৮ অর্থ বছরে বরাদ্দকৃত এই অর্থ কর্মসূচির অধীন বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা,মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা,অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা,হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা,শিক্ষা উপবৃত্তি এবং হরিজন জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি খাত বাবদ সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রদান করা হচ্ছে। চট্টগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তর এই ভাতা প্রদান কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। এর আওতায় আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ১৫ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, পক্ষাঘাতগ্রস্ত ও প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এদের চিকিৎসা সহায়তায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করেছেন।
সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে,কর্মসূচির আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ১৭ হাজার ১৯৬ জন বয়স্কের মাঝে প্রতি মাসে ৫’শ টাকা করে মোট ১০ কোটি ৩১ লাখ ৭৬ হাজার টাকা,৮ হাজার ৮’শ৩০ জন প্রতিবন্ধীদের মাঝে প্রতি মাসে ৭’শ টাকা করে মোট ৭ কোটি ৪১ লাখ ৭২ হাজার টাকা, ৬০৪ জন মুক্তিযোদ্ধাকে সম্মানী বাবদ প্রতি মাসে ১০ হাজার টাকা করে মোট ৭ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা, ১’শ ৩ জন অনগ্রসর জনগোষ্ঠীকে প্রতি মাসে ৫’শ টাকা করে বিশেষ ভাতা বাবদ মোট ৬ লাখ ১৮ হাজার টাকা, ৪০ জন হিজড়াকে প্রতি মাসে ৬’শ টাকা করে মোট ২ লাখ ৮৮ হাজার টাকা,২’শ ৮৪ জন দরিদ্র মেধাবীকে শিক্ষা উপবৃত্তি বাবদ ৬ লাখ ৪ হাজার ৮’শ টাকা এবং হরিজন সম্প্রদায়ের ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে ১ লাখ ৬১ হাজার ৪’শ টাকা প্রদান করা হচ্ছে।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বর্তমান সরকার একটি কল্যাণমুখী সরকার। নগরবাসীর জীবনমান উন্নতকরণের লক্ষ্যে সরকার নানামুখী উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। সিটি কর্পোরেশন এলাকায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বয়স্ক, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, অনগ্রসর জনগোষ্ঠী; হিজরা, হরিজন জনগোষ্ঠীকে ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রদান করে যাচ্ছে। সুতরাং সরকারের এই উন্নয়নের কথা জনসাধারণকে অনুধাবন করতে হবে। সরকারের ধারাবাহিকতা রক্ষা বজায় থাকলে আগামীতে এ কর্মসূচির আওতায় আরো বরাদ্দ বৃদ্ধি পাবে। মানুষের জীবন মান উন্নতকরণে আওয়ামী লীগ সরকার অঙ্গীকারবদ্ধ।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর কফিল উদ্দিন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, মেয়রের একান্ত সচিব মফিদুল আলম, কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুহী, চসিক সমাজকল্যাণ পরিষদ সদস্য আরমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment