![]() |
একুশে মিডিয়া, প্রতিবেদক-মোহাম্মদ ছৈয়দুল আলম:
অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থানীয় কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) নির্বাচনী এলাকার সর্বস্তরের জন সাধারণের প্রতি ‘শারদ শুভেচ্চা জানিয়েছেন।
শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন।
তিনি একুশে মিডিয়াকে বলেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের সকলের। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনায় উদযাপিত শারদীয়া দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
তিনি জনসাধারণের প্রতি উদেশ্যে বলেণ, দুর্গাপূজা উপলক্ষে মাগুরার হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা এবং সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment