চট্টগ্রাম চাকতাই খালে মালবাহী কার্গো ট্রলারে আগুণ-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 2 October 2018

চট্টগ্রাম চাকতাই খালে মালবাহী কার্গো ট্রলারে আগুণ-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, কুতুবদিয়া (কক্সবাজার) রিপোর্ট:

চট্টগাম চাকতাই খালে একটি মালবাহী কার্গো ট্রলারে সন্ধ্যা ৬টায় আগুন লাগার সংবাদ পাওয়া যায়।
সুত্রে জানা যায়- কুতুবদিয়ার "জনসেবা" কার্গো ট্রলার কুতুবদিয়া ব্যবসায়ীদের মালামাল আনা-নেওয়া করে। ২ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে মালবাহী নৌকাটিতে আগুন ধরে।
নৌকাতে থাকা দুই ব্যক্তি আগুণ নেভানোর চেষ্টার সময় গুরুতর আহত হয় বলে জানায়।

আহত ব্যক্তিরা হলেন কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার ট্রলার চালাক আব্দুল মাবুদ (৩৫)।
এ বিষয়ে নৌকাতে থাকা প্রকাশ ভেট্টু মাঝির সাথে যোগাযোগ করতে চাইলে তার মোবাইলাটি বন্দ ছিলো।
মালবাহী জনসেবা কার্গো ট্রলারটি প্রায় ৮৪টি ডিজেল তৈলের ড্রাম, ১০০টির উপরে গ্যাসের সিলিন্ডার ও বিভিন্ন মালামালসহ তোলা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত আগুনের লাগার বিষয়টি জানাযায়নি।
জনসেবা মালবাহী ট্রলারটি কুতুবদিয়ার জকরিয়া সওদাগরের বলে জানান। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages