![]() |
একুশে মিডিয়া, কক্সবাজার রিপোর্ট:
কক্সবাজারের লিংকরোডস্থ বিসিক এলাকা থেকে বুধবার ৮২ হাজার পিস ইয়াবাসহ চার পাচারকারীকে আটক করেছে (র্যাব-৭) সদস্যরা।
এসময় একটি মিনি ট্রাক ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- মো. লোকমান (২২), মো. মেহেদি (৩০), মো. লিটন (৩৪) ও মো. সুমন (৩১)।
তাদের প্রত্যেকের বাড়ি কুমিল্লায়। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা ও গাড়িসহ তাদের আটক করা হয় বলে জানান র্যাব-৭ এর কক্সবাজার কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর মেহেদি হাসান।
মেজর মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল অভিযানে নামে। এসময় তল্লাশিকালে একটি প্রাইভেটকার ও একটি মিনি ট্রাক থেকে ৮২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা, গাড়ি ও আটকদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর ও সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।
No comments:
Post a Comment