![]() |
একুশে মিডিয়া, সাতক্ষীরা রিপোর্ট:
যাত্রীবাহী বাস না থাকায় ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফেরার পথে ড্যানিয়েল সরকার (২৭) নামে এক যুবক প্রাণ হারিয়েছে।
রোববার রাত সোয়া ৩টার সময় ঈশ্বরদী-খুলনা রেল রুটের চিত্রা এক্সপ্রেস পাকশী হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক সাতক্ষীরা জেলার তালা উপজেলার গোনালী ইউনিয়নের খোকন সরকারের ছেলে। তিনি ঢাকায় একটি ট্রেনিং শেষে বাড়ি ফিরছিলেন।
ঈশ্বরদী থানার ওসি মোহাম্মদ আজীম উদ্দিন আরটিভি অনলাইনকে বলেন, তিনি ট্রেনের ছাদে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তার মরদেহ মর্গে রয়েছে ময়নাতদন্তের জন্য। তার পরিবারের লোকজন এসেছে। একটি অপমৃত্যু(ইউডি) মামলা হবে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।
No comments:
Post a Comment