জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের কারাদন্ডের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
![]() |
সোমবার বেলা ১২টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ শামসুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রধান, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি এম.এ আব্দুল ওহাব, জেলা ছাত্রদলের সভাপতি মামুন প্রধান, যুবদল নেতা সরিফুল ইসলাম সহ অন্যান্যরা।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সভাপতি মওলানা ইসমাইল হোসেন, যুবদলের সভাপতি ওবাইদুর রহমান সুইট, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেল হক, ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তাদুল হক আদনান, ছাত্রদলের নেতা জহুরুল, রাব্বী, রিপন, রুহুল সহ আরো অনেকে।
বক্তরা বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে বাংলার মাটিতে কোন নির্বাচন হতে পারেনা। খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় অবৈধ মামলার রায় প্রত্যাহার করা না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
No comments:
Post a Comment