![]() |
একুশে মিডিয়া, এম.এ হাসনাইন হাওলাদার, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলা'র বোরহানউদ্দদিনে হিন্দুুুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা
উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের ন্যায় বড় মির্জাকালু সার্বজনীন দূর্গা মন্দিরে ও পূর্জার দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
এসময় তিনি বলেন, সরকার এদেশের সকল ধর্মের অনুসারীদের নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের অধিকার নিশ্চিত করেছেন। তাই দেশের কোথাও এখন ধর্মীয় সংঘাতের খবর পাওয়া যায় না।
![]() |
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে তিনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেছেন। গত কয়েক দিন যাবত তিনি উপজেলার প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক জনাব জাফর উল্যাহ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব রাসেল আহমেদ মিয়া,থানা অফিসার ইন-চার্জ অসিম কুমার সিদকার সহ বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment