দৃষ্টি প্রতিবন্ধী ছাব্বিরের জন্য মানবিক সাহায্যের আবেদন-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 28 October 2018

দৃষ্টি প্রতিবন্ধী ছাব্বিরের জন্য মানবিক সাহায্যের আবেদন-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌরসভার ৮ নং ওয়ার্ডের মুন্সিপাড়ার বাসিন্দা ছাব্বির। ছোটবেলা থেকেই চোঁখে কম দেখতো। শুরুতে দিনে দেখতে পেলেও রাতে দেখতে পেতো না। সময়ের পরিক্রমায় চিকিৎসার অভাবে আস্তে আস্তে তার দুটো চোঁখই ডেমেজ হয়ে যায়। এখন সে পুরোপুরি অন্ধ। বাড়ি থেকে কোন কাজে বের হলে মেয়ের সহযোগীতা নিতে হয়।
অনেক আগেই ছাব্বিরের মা মারা গেছে। বাবা আর একটা বিয়ে করে সংসার করছে অন্যত্র। নানার দেওয়া দুই শতক জায়গায় কোন রকমে একটি বাড়ি তৈরি করে জীবন যাপন করছে সে। আয়ের উৎস বলতে কিছুই নেই। ১৪ বছরের মেয়ে সুমাইয়া ও স্ত্রীকে নিয়ে ছাব্বিরের সংসার।
নিজের চেষ্টায় জয়পুরহাট খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতাল ও পার্বতিপুর LAMB হাসপাতালে ডাক্তার দেখিয়েছিল সে। দু জায়গা থেকে বলেছিল ঢাকার ফার্মগেটের Ispshani Islamia Eye Institute and Hospital (ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনিষ্টিটিউট এন্ড হাসপাতাল) এ চিকিৎসা নেওয়ার জন্য।
বেঁচে থেকে দেখতে না পাওয়া কি যে যন্ত্রনার তা ভুক্তভোগী ছাড়া অন্য কারো বোঝার কথা নয়। ছাব্বিরের যন্ত্রনাকে অনুধাবন করে ওর এক নিকটতম প্রতিবেশি বন্ধু ঢাকায় নিয়ে গিয়ে Ispshani Islamia Eye Institute and Hospital (ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনিষ্টিটিউট এন্ড হাসপাতাল) এ ডাক্তার দেখিয়েছেন।
একটি চোঁখের উপর পরিক্ষা মূলক অপারেশন করতে সম্মত হয়েছেন উক্ত হাসপাতালের চিকিৎসক গন। সেই মতে ছাব্বির তার পরোপকারী সেই বন্ধুর আর্থিক সহযোগীতায় একটি চোঁখের ছানি অপারেশন করে সর্বনিম্ন ১০ হাজার টাকা মুল্যের একটি ল্যান্স লাগিয়ে এখন শুধু দিনের বেলা আলো দেখতে পাচ্ছে, কিন্তু মানুষ চিনতে পারছেনা। 
আগামী ২০/১১/২০১৮ ইং তারিখে একটি পরিক্ষার জন্য আবারো ঢাকায় যেতে হবে এবং ১৫/০৪/২০১৯ ইং তারিখে অপারেশন করাতে হবে পুরোপুরি দেখতে পাওয়ার জন্য। একটি চোঁখের অপারেশনের জন্য সর্বসাকুল্যে প্রায় লক্ষাধীক টাকার প্রয়োজন। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের নিকট ছাব্বিরের আকুল আবেদন তাকে এ পৃথিবীটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
ঢাকায় বসবাসরত ছাব্বিরের কিছু পরোপকারী বন্ধু দৃষ্টি ফিরে পাওয়ার আশা জাগিয়েছেন তার মধ্যে। এলাকা থেকে কিছু অর্থ সংগ্রহ করে নির্ধারিত তারিখের পূর্বে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা বাকি টাকা সংগ্রহ করে অপারেশন করার ব্যবস্থা করবেন মর্মে কথা দিয়েছেন।
এমতাবস্থায় আমাদের সবার স্বরনাপন্ন হয়েছে দৃষ্টি প্রতিবন্ধী ছাব্বির। চেয়েছেন সবার কাছে দোয়া ও সম্ভব হলে কিছু আর্থিক সহযোগীতা। 
প্রয়োজনে ছাব্বিরের সঙ্গে যোগাযোগ করতে এবং বিকাশ ও রকেটের মাধ্যমে আর্থিক সহযোগীতা করতে পারবেন নিচের এই নাম্বার গুলোতে।
01925-117348-বিকাশ
01864778718- রকেট

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages