![]() |
একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম,ময়মনসিংহ প্রতিনিধি:
জনগণের জানমালের নিরাপত্তা দিতে ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মোটরসাইকেল মহড়া চলছে। ময়মনসিংহ শহরজুড়ে এই মহড়া চলছে, চলবে সারা রাত।
রবিবার ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ্ কামাল এর নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকাকায় মোটরসাইকেল মহড়া দেয়া হয়।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর-ডাকাত দমনসহ যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ রাখতে জেলা গোয়েন্দা পুলিশের এই মহড়া। ডিবির এই মহড়ায় সন্ত্রাসীরা কোনো ধরনের অপরাধমূলক কাজে জড়াতে সাহস পাবে না।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ কামাল জানান, সন্ত্রাসীরা কোনো ধরনের অপরাধমূলক কাজে জড়াতে সাহস পাবে না এই মোটরসাইকেল মহড়ায়। জনগণের জানমাল রক্ষায় যে কোন ধরনের সাহসী ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মনে করেন পুলিশের এই কর্মকর্তা। অভিযান অভ্যহত থাকবে বলে জানান ডিবি ওসি শাহ্ কামাল অাকন্দ
No comments:
Post a Comment