প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি জমি আছে,ঘর নাই নড়াইলের প্রায় ৪শ’ পরিবার পেয়েছে মাথা গোঁজার ঠাঁই-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 27 October 2018

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি জমি আছে,ঘর নাই নড়াইলের প্রায় ৪শ’ পরিবার পেয়েছে মাথা গোঁজার ঠাঁই-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
আজ শনিবার-(২৭,অক্টোবর){২৭৪}: প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'জমি আছে, ঘর নাই' আশ্রণ প্রকল্পের আওতায় নড়াইলের প্রায় ৪শ’ পরিবার পেয়েছে মাথা গোঁজার ঠাঁই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে সরকারি খরচে ঘর নিমার্ণের কাজ চলছে।
সরকারি ব্যবস্থাপনায় প্রত্যেক গৃহহীনকে ১ লাখ টাকা ব্যয়ে বারান্দাসহ একটি ঘর ও বাথরুম নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রত্যেকটি ঘর ১৬ ফুট বাই ১২ ফুট বিশিষ্ট। ২০১৬-১৭ অর্থ বছর থেকে এ ঘর নির্মাণ কাজ শুরু হয়। দু’টি অর্থ বছরে জেলায় ৩শ’ ৯২টি ঘর নির্মাণ করে গৃহহীনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সদর উপজেলায় ১শ’ ৩১টি, লোহাগড়া উপজেলায় ৮৯টি এবং কালিয়া উপজেলায় ১শ’ ৭২টি। এছাড়া লোহাগড়া উপজেলায় ১শ’ ১০টি ও কালিয়া উপজেলায় ২৫টি ঘরের কাজ চলছে। এছাড়া তিন উপজেলা থেকে নতুন করে আরো ১৮শ’ ৭৫ জনের একটি তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
এর মধ্যে সদর উপজেলা থেকে ৬শ’, লোহাগড়া উপজেলায় ৭শ’ এবং কালিয়া উপজেলা থেকে রয়েছে ৫শ’ ৭৫টি। সদরের ভাটিয়া গ্রামের অধির বিশ্বাস, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, সরকারের এত বড় অবদানের কথা আমরা কখনো ভুলতে পারব না। ঘর পেয়ে তাদের অনেক উপকার হয়েছে। একই গ্রামের মাঝু বিবি জানান, তার জমি ছিল কিন্তু ঘর তৈরি করার ক্ষমতা ছিল না। সদরের নাকসি গ্রামের নিহার বেগম এবং পার্শ্ববর্তী পংকবিলা গ্রামের জাহানারা বেগম জানান, নিজের জায়গা থাকা সত্ত্বেও ঘর নির্মাণের সামর্থ না থাকায় তারা অন্যের ঘরে বসবাস করতেন। সরকার থেকে তাদের একটি ঘর তৈরি করে দেয়ায় অনেক খুশি তারা। নড়াইলের অতিরিক্ত ডিসি (রাজস্ব) কাজী মাহবুবুর রশিদ, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, আমরা গৃহহীনদের জন্য এ প্রকল্পটি খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। দরিদ্র পরিবারগুলো সরকার থেকে বিনা মূল্যে ঘর পেয়ে অনেক খুশি। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক গৃহহীন যাতে ঘর পায় সে ব্যাপারে প্রয়োজনীয় সব কিছু করা হচ্ছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages