![]() |
একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম,ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়ারী, মাদকসেবী ও অন্যান্য মামলার স্থানীয় ১৯ জন আসামীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতভর অভিযান চালিয়ে গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার গ্রেপ্তারকৃতদের পুলিশের প্রিজন ভ্যানে করে আদালতে প্রেরন করা হয়েছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করেন। তিনি জানান, এ উপজেলার অচিন্তপুর, মাওহা, সহনাটি ও ভাংনামারী ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রয়েছে ১৪ জুয়ারী, ১ মাদকসেবী ও ৪ জন অন্যান্য মামলার আসামী।
No comments:
Post a Comment