ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রামে ৩ ডাকাত আটক ও অস্ত্র উদ্ধার-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 26 October 2018

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রামে ৩ ডাকাত আটক ও অস্ত্র উদ্ধার-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাটাপাড়ায় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।চৌদ্দগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায় 
বৃহস্পতিবার বিকেলে তাদের বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।আটককৃতরা হলেন; ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়ার আবু তাহেরের ছেলে আবদুর রহিম, রাজেন্দ্রপুরের মুক্তার হোসেনের ছেলে মীর হোসেন ও মতিয়াতলী গ্রামের বাচা মিয়ার ছেলে মনু মিয়া। তাদের কাছ থেকে দুইটি দা, একটা লম্বা রড, চারটি গামছা, চারটি টর্চ লাইট ও আটটি রশি উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এসআই ফরিদ মিয়া। তিনি বলেন, মহাসড়কের নাটাপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর চারটার সময় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি দাবি করেন


Attachments are

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages