![]() |
একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের বালুয়াপাড়া এলাকায় ফি মেডিক্যাল ক্যাম্পের আওতায় শতাধিত দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। শুক্রবার সকালে রিকশা চালক কল্যাণ সমিতিরি উদ্যোগে আয়োজিত এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মেডিক্যাল ক্যাম্পের প্রধান ডা. আমান উল্লাহ আমান, রিকশাচালক কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম, মিসেস রাশীদা আবেদ, মেডিক্যাল ক্যাম্পের স্বমন্বয়ক জিয়া আকন্দ, মামুনুল করিম প্রমুখ।
মেডিক্যাল ক্যাম্পের প্রধান ডাঃ আমান উল্লাহ আমান জানান, শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র ও দুস্থ রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরীক্ষা সহ বিভিন্ন ধরেণর রোগের চিকিৎসা সেবা দেয় হয়েছে।
No comments:
Post a Comment