![]() |
একুশে মিডিয়া, জয়পুরহাট প্রতিনিধি:
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের কারাদন্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেল ৫ টায় বিএনপির দলীয় কার্যালয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হয় ও একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি ফজলুর রহমান, অধ্যক্ষ শামসুল হক, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, সেলিম রেজা ডিউক, শহর বিএনপি নেতা গোলজার হোসেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উৎপল কুমার মন্ডল, জেলা কৃষকদলের সভাপতি মওলানা ইসমাইল হোসেন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সেচ্ছাসেবক নেতা এ্যাডভোকেট রহুল আমিন ফারুক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি এম.এ আব্দুল ওহাব, কলেজ ছাত্র দল নেতা রেজাউল করিম রেজা, যুবদল নেতা সরিফুল ইসলাম সহ অন্যান্যরা।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা কামাল, যুবদলের সভাপতি ওবাইদুর রহমান সুইট, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেল হক, ছাত্রদলের নেতা জহুরুল, রাব্বী, রুহুল সহ আরো অনেকে।
বক্তরা বলেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে কোন নির্বাচন হতে পারেনা। খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় অবৈধ রায় প্রত্যাহার করা না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
No comments:
Post a Comment