![]() |
একুশে মিডিয়া, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
১৭ অক্টোবর দুপুরে কুতুবদিয়া উপজেলা মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ এর সাথে জাতীয় মৎস্যজীবি সমিতি রেজিঃ নং এম- ১৫২০ (৮০) / ৯২), জেলা থেকে অনুমোদিত “উপজেলা আহবায়ক কমিটির” আহবায়ক আলহাজ্ব আব্দুল মোনাফ ও যুগ্ন আহাবয়ক মোঃ মনিরুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন।
উপজেলা মৎস্য অফিসারের হাতে অনুমোদিত নতুন আহবায়ক কমিটির ছায়াকপি তুলে দেয় এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। গত ১০ অক্টোবর কক্সবাজার জেলা আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ ও যুগ্ন আহবায়ক সাংবাদিক এম দিদারুল করিমের যৌথস্বাক্ষরে আলহাজ্ব আব্দুল মোনাফ আহবায়ক, মোঃ মনিরুল ইসলাম, শাহ আলম, মোঃ নুরুল আমিনকে যুগ্ন-আহবায়ক করে ২১ জন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে বাকি সদস্যরা হলেন- মোস্তফা কামাল হিরু, অহিদুল আলম কোম্পানী, আমিন কোম্পানী, সরোয়ার আলম বাদশা, মোহাম্মদ হোছাইন (সাবেক মেম্বার), মুজিবুর রহমান, আব্দুল করিম, মোহাম্মদ ইউসুফ, হেলাল উদ্দিন, বেলাল উদ্দিন, আব্দুর রহমান, মহিব উল্লাহ কোম্পানী, বাদশাহ মাঝি, ছাবের কোম্পানী, এনামুল হক, এসএম সেলিম, কাশেম মিস্ত্রী।
উপজেলা মৎস অফিসার নব কমিটিকে অভিনন্দন জানান। মৎস্যজীবি সমিতি’র কুতুবদিয়া উপজেলা আহবায়ক আব্দুল মোনাফ জানান, খুব শিগ্রীই ক্রমান্বয়ে ৬টি ইউনিয়নে কমিটি অনুমোদন দেওয়া হবে।
No comments:
Post a Comment