সারা দেশের ন্যায়ে ভোলায় জাতীয় উন্নয়ন মেলার উদ্ভোধন-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 4 October 2018

সারা দেশের ন্যায়ে ভোলায় জাতীয় উন্নয়ন মেলার উদ্ভোধন-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা:
”উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায়ে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্ভোধন করা হয়েছে। এর আগে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারা দেশে এই উন্নয়ন মেলার উদ্ভোদন করেন।
আজ বৃহস্পতিবার (০৪ অক্টোবর) মেলা উপলক্ষে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বেড় হয়। র‌্যালীটি ভোলা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। পরে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উন্নয়ন মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলা উদ্ভোদন করেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো: মোকতার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, আবদুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুনসহ সরকারি বে-সরকারি প্রতিষ্টানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। মেলায় সরকারের বিভিন্ন দপ্তরের ও বেসরকারি সংগঠনের মোট ১১০ টি স্টল অংশ গ্রহন করেছে। মেলা চলবে ৪-৬ অক্টোবর মোট ৩দিন। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages