![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
বুধবার চট্টগ্রামের আদালতের বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাঈনুল ইসলামের আদালতে এ মামলা দায়ের করেন বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক স্বপন কুমার দাশ।
আদালত অভিযোগ আমলে নিয়ে এ ব্যাপারে তদন্তপূর্বক ৩ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বাঁশখালী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ আবছার একুশে মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৮ অক্টোবর মহানবমীর দিন উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেচুরিয়া শিলপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে এগিয়ে মাহমুদুল ইসলাম চৌধুরী বক্তব্য দেয়ার সময় বলেন, দেবী দুর্গার যেমন ১০ হাত আমারও তেমন ১০ হাত।
এতে সনাতনীদের ধর্মীয় অনভূতিতে আঘাতের অভিযোগে দণ্ডবিধির ২৯৮ ধারায় মামলাটি করা হয়।একুশে মিডিয়া।
এতে সনাতনীদের ধর্মীয় অনভূতিতে আঘাতের অভিযোগে দণ্ডবিধির ২৯৮ ধারায় মামলাটি করা হয়।একুশে মিডিয়া।
No comments:
Post a Comment