![]() |
একুশে মিডিয়া, রিপোর্ট:
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার স্থানীয় সময় দুপুরে রিয়াদের রাজকীয় প্রাসাদে বৈঠকটি অনুষ্ঠিত হয়।পরে তারা মধ্যাহ্ন ভোজে অংশ নেন। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক র্স্বাথ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
এর আগে বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিল অব সৌদি চেম্বার (সিএসসি) এবং রিয়াদ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন।
সৌদি বাদশাহ’র আমন্ত্রণে চারদিনের সফরে মঙ্গলবার সন্ধায় সৌদি আরবে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন। শুক্রবার সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।
No comments:
Post a Comment