"সাংবাদিক ভাইদের নিয়ে কিছু কথা"-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 28 October 2018

"সাংবাদিক ভাইদের নিয়ে কিছু কথা"-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মুক্তমত কলাম:
লেখক: সাংবাদিক-এম ডি হাফিজুর রহমান:
যেকোনো কাজ করতে ওই কাজের প্রতি ভালোবাসা রাখতে হয়। কাজের প্রতি ভালোবাসা থাকলে, সব কাজই সফল ভাবে সম্পন্ন করা যায়। 
ইদানীং আমি বেশ কয়েকজন এর ওয়ালে পোস্ট দেখেছি, যেখানে বয়সে বড় কর্তৃক বয়সে ছোট সাংবাদিকদেরকে তুচ্ছজ্ঞান করা হয়েছে। 
আমি সেইসব সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি, হিংসা তারাই করে, যাদের কোনো যোগ্যতা নাই। যোগ্য ব্যক্তিকে যোগ্যতা দিয়ে হারাতে হয়, হিংসা দিয়ে নয়। আপনি কি ভুলে গেছেন? ওই কথাটি "এসেছে নতুন শিশু ছেড়ে দিতে হবে স্থান" আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, ভালো। কিন্তু আপনি কি আপনার নিউজ একেবারে নির্ভুলভাবে করতে পারেন? আপনার নিউজের টাইপিং সব্দ ঠিক আছে তো? আপনি কি সবাইকে আপনার নিউজের ভাষা বুঝাতে পেড়েছেন? নিজে একটু ভালো করে নিজেকে পরীক্ষা করুন। সব কিছু বিবেচনা করে বলুন। মনে রাখবেন, দীর্ঘদিন কাজ করলেই একজন ভালো রিপোর্টার হওয়া যায়না। সত্য নিউজ ও সঠিক ভাবে আপনার নিউজের শব্দ বানান ব্যবহার করুন। আর আপনার নিউজের ভাষা সহজ সরল রাখুন। যাতে করে সবাই বুঝতে পাড়ে আপনার নিউজের বলা প্রত্যেক টি শব্দার্থ। 
আমি এটা বলছি না যে, আমার নিউজে কোনো ভুল নেই। আমি নির্ভুলভাবে নিউজ করতে পাড়ি। মানুষ মত্রই ভুল করে। আমিও অনেক ভুল করি বা আমারও ভুল হয়। কিন্তু তাই বলে কাউকে ছোট করে দেখা ঠিক নয়।
ভাই অন্যের সমালোচনা করার পূর্বে নিজেকে একটু ভালোভাবে বিচার করুন। আপনি যার সমালোচনা করছেন, তার কাজের ভুল ধরার আগে আপনার নিজের কাজ নিয়ে একটু ভাবুন। আপনার কাজ আগে নির্ভুল ভাবে করুন তার পর অন্যের সমালোচনা করুন। 
আমি শুরুতেই বলেছি, কাজের প্রতি ভালোবাসা থাকলে, যেকোনো কাজে সফলতা পাওয়া যায়। তাই যেকোনো কাজ করার আগে ওই কাজের প্রতি ভালোবাসা তৈরি করুন। আর অন্যের সমালোচনায় সময় নষ্ট না করে, নিজের কাজ টা আগে সঠিকভাবে করুন। তবেই আপনার কাজের সার্থকতা পাবেন।
বিঃ দ্রঃ উপরোক্ত কথা গুলো তাদের জন্য, যারা নিজেকে বড় মনে করে আর নবীন ও বয়সে ছোটদের তুচ্ছজ্ঞান করেছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages