ময়মনসিংহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 22 October 2018

ময়মনসিংহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম,ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী  নিহত হয়েছেন।
সোমবার সকাল ৮টার দিকে ময়মনসিংহ-জামালপুর সড়কের মুক্তাগাছার তারাকান্দি চড়াঘাটি বাঘমারা সংলগ্নস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, মুক্তাগাছা উপজেলার দাওগাঁওয়ের ফারুক এবং অজ্ঞাত আরেকজন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একজন মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আরেকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages