![]() |
একুশে মিডিয়া, শেরপুর রিপোর্ট:
শেরপুরের শ্রীবরদীতে এক শিশুকে বিষ খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করার এক মামলায় মঙ্গবার দু্ই অক্টোবর আসামী রিয়া চিপ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত শিশুকে বিষ খায়ানোর অপরাধের কারণে রিয়াকে জেল হাজতে প্রেরণ করেছেন। গত ৩১ আগস্ট আদালতে আসামীদের বিরুদ্ধে চার্জসিট দাখিল করা হয় ।
শেরপুরের শ্রীবরদীতে বিষ খাইয়ে শিশু সারোয়ারকে হত্যা চেষ্টা মামলার আসামী রিয়া (১৫) দীর্ঘ চার মাস পালিয়ে থাকলেও আজ ২/১০/২০১৮ ইং হাজিরা দিলে রিয়াকে জেলহাজতে প্রেরন করেছেন বিজ্হ আদালত ।
জানা গেছে, শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের বালিয়াচন্ডি গ্রামের আব্দুর রহমানের মেয়ে রিয়া (১৫) পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ৩০ এপ্রিল বিকেলে শিশুর মা সুমি বেগমের কাছ থেকে কোলে নেয়। পরে পার্শ্ববর্তী পুকুর পাড়ে গিয়ে রিয়া শিশু সারোয়ারের মুখে বিষ ঢেলে দেয়। এতে শিশুটি চিৎকার ও বমি করতে থাকে। পরে শিশুর মা শিশুটিকে নিয়ে হাসপাতালে চিকিৎসায় ব্যস্ত থাকায় রিয়া পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘরের ড্রয়ারে রাখা নগদ ১৩ হাজার দুইশত টাকা ও প্রায় ষোল ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে পালিয়ে যায়।
আসামী রিয়ার বিষয়ে এলাকাবাসী জানায়, রিয়াকে দিয়ে আলি আকবর দুটি স্মার্ট ফোন ব্যবহার করাতো ও ছেলেদেরকে পটিয়ে কৌশলে বিকাশে টাকা নিত। এটাই ছিল তার একমাত্র কাজ। আসামী রিয়ার এসব কাজে পেছনে ছিল তার বড় ভাই সবুজ ও দুলাভাই আলী আকবর। তারা রিয়াকে দিয়ে এসব কাজ করিয়েছে বলেও জানা যায়।
এদিকে সহযোগী আসামী মাহমুদুল হক সবুজ ও আলী আকবর জামিনে মুক্ত রয়েছেন এবং আসামি দয় সুমির পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত বলে সুমি জানায়। এলাকাবাসী এ ঘটনার প্রধান আসামী রিয়া সহ অপরাধীদের বিচার দাবি জানিয়েছেন। একুশে মিডিয়া।





No comments:
Post a Comment