![]() |
একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
মঙ্গলবার বিকেলে বৈঠকে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। প্রধানমন্ত্রীর কাছ থেকে সংলাপের আমন্ত্রণ পাবার পর তারা এ বৈঠকের সিদ্ধান্ত নেন।
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে বৈঠকটি হবে এমনটা নিশ্চিত করেছেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী।
এই বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বিষয়বস্তু ও প্রতিনিধি দল চূড়ান্ত হতে পারে বলে সংগঠনটির পক্ষ থেকে ধারণা দেয়া হয়েছে।
গত ২৮ অক্টোবর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয় ঐক্যফ্রন্ট।
পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের দেওয়া সংলাপ প্রস্তাবে সম্মত হয়েছে আওয়ামী লীগ।
এরপর মঙ্গলবার সকালে ড. কামাল হোসেনকে আনুষ্ঠানিক চিঠি দেয় আওয়ামী লীগ। চিঠিতে ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় গণভবনে ঐক্যফ্রন্টকে সংলাপের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
No comments:
Post a Comment