![]() |
একুশে মিডিয়া, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি- নিতিশ চন্দ্র বর্মন (নিরব):
আটোয়ারী উপজেলার ৩নং আলোয়াখোয়া ইউনিয়ন বড়সিংগিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা বাবু প্রণব কুমার রায়ের মৃতুতে শোকের ছায়া নেমে আসে ২৬/১০/২০১৮ ইং তারিখ রাত্রী ৮.১০ মিনিটে অসুস্থতা জনিত কারনে নিজ বাড়ীতে এই পৃথিবী ছেরে চলে পরলোকগমনে চলেগেলেন না ফিরার দেশে।
জাতির আরেক বীর শ্রেষ্ঠ সন্তান ও তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আটোয়ারী উপজেলা সাবেক কমান্ডার ও প্রধানশিক্ষক সহ শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছিলেন বাবু প্রণব কুমার রায় (টুপি) মাস্টার নামে পরিচিত তার বয়স ছিল ৬৯ বছর । তাহার সহধমীনি বর্তমান আটোয়ারী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান।
তিনি আটোয়ারী উপজেলা বাসিকে আর্দশে গড়ার মানুষ বানানোর কারিগর ছিলেন। মৃতুকালে তিনি স্ত্রী সন্তান ও নাতি নান্তনী সহ অসংখ্য বীরমুক্তিযোদ্ধা সহ অনেক গুনগীহী রেখে গেছেন। তাকে দেখতে আজ দল বেধে দল মত ভুলে দেখকে যান হাজারো মানুষের ঢল নামে ঐ সময় বাংলাদেশ জাসদের সাধারন সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের মননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান এম.পি ঢাকা থেকে মোবাইল ফোনে শোক বার্তা প্রকাশ করেন।
ঐ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং যুগ্ন সম্পাদক মোঃ এড্যাঃ আনিছুর রহমান, ৩নং আলোয়াখোয়া ইউনিয়ন চেয়ারম্যান বাবু প্রদীপ কুমার রায় ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর হক বাংলাদেশ জাসদের সহ-সভাপতি আনছার আলী, বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব আবুল কালাম আজাদ বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল সভাপতি বাবু নিতিশ সহ বাবু ডাবলু কুমার রায় সহ উপস্থিত ছিলেন সকল এলাকাবাসী, নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, গনমাধ্যমকর্মী সহ গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment