![]() |
একুশে মিডিয়া, উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
আজ-বুধবার (৩১,অক্টোবর) নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ী সহ ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার (৩১,অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট গ্রেফতার মোট গ্রেফতার ২২ জন।
সদরে ৭ জন, লোহাগড়া ৮ জন, কালিয়া ৩ জন, নড়াগাতি ৪ জন। উদ্ধার সংক্রান্ত মোট উদ্ধার ৫ পিস ইয়াবা, ১৫ গ্রাম গাঁজা, সদর ৫ পিস ইয়াবা, লোহাগড়া ১৫ গ্রাম গাঁজা তাদের কে গ্রেফতার করা হয়।
আটককৃতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ জানায়, নড়াইল সদর থানা থেকে ৩জন, লোহাগড়া ৯জন, কালিয়া ৮ জন এবং নড়াগাতি থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে। এসপি মোহাম্মাদ জসিম উদ্দিন (পিপিএম) বিষয়াট নিশ্চিত করে, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, মোট গ্রেফতার ২২ জন। সদরে ৭ জন, লোহাগড়া ৮ জন, কালিয়া ৩ জন, নড়াগাতি ৪ জন। মোট, সদর ৫ পিস ইয়াবা, লোহাগড়া ১৫ গ্রাম গাঁজা উদ্ধার ।
No comments:
Post a Comment