![]() |
একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা ডিবি পুলিশ ও পলাশবাড়ী থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪৩০ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। জানা যায়, ডিবি পুলিশ আজ ৪ নভেম্বর রাত ৯ ঘটিকায় গোপন সূত্রে খবর পেয়ে পলাশবাড়ীস্থ বগুড়া বাসষ্ট্যান্ডে যাত্রীবাহী বাস তল্লাসী করে উক্ত হেরোইন উদ্ধার করে। পুলিশ যাত্রীবাহী বাসের যাত্রী রবি চন্দ্র (২৮) আটক করেছে। শ্রী রবি সাহা, পিতা-বিষু চন্দ্র সাহা, শিবগঞ্জ, বগুড়া বলে জানা গেছে। ডিবি পুলিশের ওসি মজিবর রহমান পিপিএম জানান, উদ্ধারকৃত হেরোইনের মুল্য ২১ লাখ টাকা। এদিকে পলাশবাড়ী থানার হরিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ মনোহরপুর গ্রামের মৃত আমির হোসেনের পুত্র মকবুল হোসেনকে (৫৫) ১০০ গ্রাম গাঁজা সহ আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
No comments:
Post a Comment