![]() |
একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্ট
গতকাল বুধবার (১৪ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় জড়িত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুর রায় চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
আর আটকের পর ছাড়া পান বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শিল্পী বেবী নাজনীন। আজ বৃহস্পতিবার রাত আটটার পর রাজধানীর বিজয়নগর নাইটেঙ্গেল মোড় এলাকা থেকে তাদের একসাথে আটক করা হয়।
একুশে মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান।
তিনি আরও বলেন, বুধবার বিএনপির অফিসের সামনে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা হয়। সেই মামলার আসামি হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নিপুর রায় চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়ের পুত্রবধূ।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment