নরসিংদীর পলাশে ১৪ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিক বার ধর্ষণের অভিযোগে আরিফ শিকদার (২৫) নামে এক যুবককে আটক করেছে পলাশ থানা পুলিশ।
আজ মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে ভুক্তভোগি ওই কিশোরীর বড় ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পলাশ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ আরিফ শিকদারকে আটক করে।
আটককৃত আরিফ শিকদার উপজেলার ডাঙ্গা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের নুরুল শিকদারের ছেলে। সে পলাশের ডাঙ্গার ক্যাপিটাল পেপার মিলের একজন শ্রমিক ।
পলাশ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা একুশে মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, আরিফ শিকদার ওই কিশোরীর সাথে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিক বার ধর্ষণ করে। কিন্তু মেয়ে বিয়ের কথা বললে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।
বিষয়টি ভুক্তভোগি ওই কিশোরীর পরিবার জানতে পেরে থানায় অভিযুক্ত আরিফের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে আদালতে প্রেরণ করে ।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment