![]() |
একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রা্ম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন থেকে বাঁশখালী থানা পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করে অস্ত্রসহ অান্তঃজেলার ২ ডাকাতকে গ্রেপ্তার করেছ।
৪ নভেম্বর, রবিবার গভীর রাতে বাহারছড়া পুঁলিশ ফাড়ির ইনচার্জ মোহাঃ রফিকুল হাছানের নেতৃত্বে একদল পুলিশ বিশ্বস্থ সূত্রে খবর পেয়ে তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত সামসু প্রকাশ সামছু মিয়া (৩৮) এর বাড়ী থেকে প্রথমে তাকে আটক করে। পরে শাসসু মিয়ার স্বিকারোক্তি অনুযায়ী সোমবার (৫ নভেম্বর) সকালে একই এলাকার গণি চৌধুরী বাড়ী জামে মসজিদের বাউন্ডারীর ভিতর হতে মাটি খুঁড়ে একটি দেশীয় এলজি উদ্ধার করে পুলিশ।
এ সময় ওই ডাকাতের সহযোগী শাহ জাহান (২৭) কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও ধর্ষনসহ ১১টিরও অধিক মামলা রয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা যায়।
আটকের বিষয়ে সত্যতা স্বীকার করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, বাঁশখালীর উপকূলে ডাকাত ও সন্ত্রাসমুক্ত করতে পুলিশের ধারাবাহিক অভিযান চলছে। এরই প্রেক্ষিতে রবিবার রাতে এবং সোমবার সকালে আন্তঃজেলা ডাকাত দলের এই ২ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়।
বাঁশখালীকে ডাকাত ও সন্ত্রাসমুক্ত করতে ডাকাতি, সন্ত্রাস, মাদকসহ তালিকাভুক্ত সকল অাসামীকে গ্রেফতার করে দ্রুত অাইনের অাওতায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি কামাল হোসেন।
No comments:
Post a Comment