যশোরে সড়ক দুর্ঘটনায় তীর্থযাত্রী নিহত।একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 15 November 2018

যশোরে সড়ক দুর্ঘটনায় তীর্থযাত্রী নিহত।একুশে মিডিয়া


এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি:
যশোর-নড়াইল সড়কের করিমপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সুশোভন খিসা (৬৮) নামে একব্যক্তি নিহত হয়েছেন। 
এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। খবর পেয়ে বাঘারপাড়া পুলিশ ও নড়াইলের ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আজ বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।  নিহত সুশোভন খিসার বাড়ি রাঙামাটি জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া সাতটার দিকে বেনাপোলের উদ্দেশে রাঙামাটি থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৭৬৮৪) যশোর-নড়াইল সড়কের করিমপুর বড়পুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নড়াইলগামী অপর একটি যাত্রীবাহী বাসের (যশোর-জ ১১-০০৯৪) মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে বাস দুটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
আহত যাত্রী কনকবরণ চাকমা জানান, তারা রাঙামাটি থেকে বেনাপোল হয়ে ভারতে তীর্থস্থানে যেতে চাইছিলেন। তারা ৪৫ জন তীর্থযাত্রী ছিলেন। নিহত সুশোভন খিসা এলাকার মৌজাপ্রধান বা হেডম্যান।
বাঘারপাড়া থানার ওসি জসিম উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি তাদের হেফাজতে রয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
একুশে মিডিয়া/আরএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages