![]() |
একুশে মিডিয়া, প্রবাসী রিপোর্ট:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনাসহ নানা ধরনের অপঘাতে কারও না কারও মৃত্যু হচ্ছে প্রতিদিন। নতুন করে এই তালিকায় যুক্ত হলেন বাংলাদেশী তরুণ প্রবাসী শেখ আব্দুল মান্নান। ৯ নভেম্বর রাত ৮টার দিকে সৌদির আরার শহরে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
প্রবাসী সূত্র জানা যায়, ভাইয়ের সঙ্গে দেখা করে বাসায় ফেরার পথে গাড়ির চাপায় নিহত হন তিনি। বাসায় ফেরার সময় গাড়ির ইঞ্জিন গরম হয়ে গেলে রাস্তার পার্শ্বে ইমারজেন্সি দাঁড় করিয়ে পানি আনতে যান মান্নান। এ সময় পেছন দিক থেকে আসা একটি গাড়ি চাপা দেয় তাকে। ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহতের মরদেহ মোছাদিয়া সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা আছে। আব্দুল মান্নানের বাড়ি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামে। বাবার নাম শেখ ফজলুল হক।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment