![]() |
একুশে মিডিয়া, মো: মনিরুল ইসলাম, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কুতুবদিয়ার লেমশীখালী চৌমুহনী এলাকায় লবণবাহী (টলি) গাড়ির ধাক্কায় এক স্কুল ছাত্রীর হাত থেকে দুটি আঙ্গুল বিচ্ছিন্ন। স্থানীয় সূত্রে-
২ নভেম্বর সকালে লেমশীখালী হলি চাইল্ড আইল্যান্ড স্কুলের তৃতীয় শ্রেণীর ফাহমিদা নিশাত (৮) এক ছাত্রীকে মনজুর আলম কোম্পানীর ধূরুং বাজারের মালবাহি গাড়িটি ধাক্কা দিলে ফাহমিদার হাত মেশিনে পড়ে। এতে তার দুইটি আঙ্গুল বিছিন্ন হয়ে যায়। স্কুল ছাত্রী ফাহমিদা এলাকার আতাউল্লাহ বাদশার মেয়ে জানায়।
স্কুলের প্রধান শিক্ষক ঘটনার বিষয়টি একুশে মিডিয়াকে নিশ্চিত করেন এবং উন্নত চিকিৎসার জন্য আহত ফাহমিদাকে তার অভিভাবক চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেছে বলে জানান।
পিতার আতাউল একুশে মিডিয়াকে জানান- ফাহমিদাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলমান রয়েছে। দ্রুত সুস্থ হওয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
No comments:
Post a Comment