![]() |
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নড়াইল জেলা প্রশাসন।
সোমবার (১২ নভেম্বর) বেলা ১টার দিকে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম, নড়াইল আনসারের জেলা কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন প্রমুখ।
গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, সাংগঠনিক সম্পাদক বুলু দাস, ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএমকে ফুলেল শুভেচ্ছা প্রদানের সময় তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন সকলেই।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment